শ্যামনগর(উপকূল) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও উপকূল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও সাংবাদিকদের উপকূলের নিউজের গুরুত্ব বাড়াতে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলবাড়ির সিডিও কার্যালয়ে দ্য এডিটরস ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এই কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজীব।
উদ্বোধনী অনুষ্ঠানে বারসিকের সহকারী প্রোগ্রাম অফিসার রুবিনা খাতুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। প্রশিক্ষণের প্রথম দিন গণমাধ্যম ব্যক্তিত্ব তানজির কচি অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তন ও উপকূল সাংবাদিকতা বিষয়ক ধারণা দেন।
এতে উপকূলে কর্মরত ২৭জন সংবাদ কর্মী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের ২য় ও ৩য় দিন সংবাদ কর্মীরা উপকূলীয় এলাকা পরিদর্শন ও রিপোর্টিংয়ে অংশ নেবেন বলে জানান প্রশিক্ষক তানজির কচি।
(3)