আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল ৯টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের মাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর পরবর্তী ৭২ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
সাগর উত্তাল : বরগুনায় ৩টি মাছধরা ট্রলার ডুবি
বরগুনা থেকে আমাদের প্রতিনিধি জনান, উত্তাল সাগর থেকে নিরাপদ আশ্রয়ে আসার পথে বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ৩টি মাছধরা ট্রলার শনিবার গভীর রাতে ডুবে গেছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনা নিশ্চিত করে জানান, উত্তাল সাগরে প্রচন্ড ঢেউ থাকায় কয়েকশ’ মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে আসতে পারলেও শনিবার গভীর রাতে ৩টি ট্রলার ডুবে যায়। এগুলোর মধ্যে পাথরঘাটা পৌর শহরের লাভলু মীরের মালিকানাধীন এফবি লাবনী ট্রলারটির নাম পাওয়া গেছে। বাকি ২টি ট্রলারের নাম জানা যায়নি। ওইসব ট্রলারের জেলেরা পার্শ্ববর্তী ট্রলারের সহযোগিতায় নিরাপদ আশ্রয়ে আসতে সক্ষম হয়েছেন।
রবিবার সকাল থেকেই বরগুনাসহ উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ও আকাশ মেঘলা রয়েছে। খেপুপাড়া আবহাওয়া দপ্তরের ইনচার্জ প্রদীপ চক্রবর্তী জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারী করা হয়েছে।
(1)