শ্যামনগর (উপকূল) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে উপকূলীয় প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা বিনিময় ও ক্লাবের পক্ষ থেকে উপহার সুরুপ উপকূলীয় প্রেসক্লাবের নামীয় গেঞ্জি দেওয়া হয়েছে।
শ্যামনগরের উপকূলীয় অঞ্চলের এক ঝাঁক সংবাদ কর্মী নিয়ে গঠিত হয় উপকূলীয় প্রেসক্লাব । ১৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনর কার্যলয়ে যেয়ে এ গেঞ্জি উপহার দেওয়া হয় ।
এসম উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল- হুদামালী, সহ- সভাপতি জুবায়ের মাহমুদ, অর্থ সম্পাদক বিভাষ মন্ডল, সদস্য রবিউল ইসলাম, সংবাদ কর্মী পিযুষ বাউওলীয়া পিন্টু, অনাথ কুমার প্রমূখ। শুভেচ্ছা বিনিময় কালে সাংবাদিকদের উদ্যশে উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য কাজ করতে হবে। উপকূলের মানুষের জীবনের কথা পত্রিকার মাধ্যমে লেখা লেখি করে ফুটিয়ে তুলা সহ মানুষের পাশে থাকার আহবান রাখেন।
(2)