বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে তালায় ২দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ এর উদ্বোধন হয়েছে। “উন্নয়নের পার্সওয়ার্ড আমাদের হাতেই” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে রোববার সকালে এই মেলার উদ্বোধন করা হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় অনুষ্ঠিত মেলা সোমবার শেষ হবে। জাতীয়ভাবে মেলাটি ৫ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবার কথা থাকলেও জলাবদ্ধা ও বৈরি আবহাওয়ার কারনে তা’ তালায় ৪ অক্টোবর থেকে শুরু করা হয়েছে। ফিতা কাটা, বেলুন ও শান্তির প্রতিক পায়রা ওড়ানোর মধ্যদিয়ে এদিন তালা উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে তালা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল্লাহ হাবিব, সহকারী কমিশনার (ভুমি) মনিরা পারভীন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা শহীদ মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অথ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, জেবুন্নেছা, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম জাহিরুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সামছুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, শিক্ষক শেখ জামাল উদ্দীন ও অর্চনা রানী মন্ডল প্রমুখ বক্তৃতা করেন। সভাটি পরিচালনা করেন, শিক্ষক শেখ মো. জাহাঙ্গীর। ডিজিটাল সেবা জনগনকে জানানো এবং জনগনের মধ্যে ডিজিটাল বিষয়ক সচেতনতা সৃষ্টি ও একই সাথে সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মানের পদক্ষেপসমূহ প্রচার-প্রসার করার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষ্যে এরইমধ্যে তালা উপজেলা প্রশাসনের সকল দপ্তরকে উচ্চ গতীর ব্রড ব্যান্ড ইন্টারনেট এবং গোটা উপজেলা পরিষদ ওয়াই-ফাই সেবার আওতাভুক্ত করা হয়েছে। মেলায় এবার ৪১টি সরকারি, বেসরকারি, শিক্ষা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান স্টল’র মাধ্যমে ডিজিটাল সেবা সম্পর্কিত তথ্য জনগনকে সরবারহ করছে। এদিকে মেলা উপলক্ষে একই স্থানে “ভূমি সেবা নিয়ে জনতার দ্বারে” প্রতিপাদ্য স্লোগানকে সামনে নিয়ে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ভূমি সেবা মেলা-১৫ এর আয়োজন করা হয়। ভূমি অফিসের পক্ষ থেকে এখানে ৯টি স্টল স্থাপিত হয়েছে। এই মেলা থেকে জনগনকে ভূমি ও ভূমির কাগজপত্র সংক্রান্ত সার্বিক সহযোগীতা প্রদান করা হচ্ছে। মেলা দুটি উপলক্ষে গোটা অফিস পাড়ায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করে।