কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার বালিয়াডাঙ্গায় ১৯৭১ এ বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ওই স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেঁড়াগাছি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে অনুষ্ঠানে ৭১ এর ৮নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম অনলাইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন তালা-কলারোয়ার সাংসদ এড. মোস্তফা লুৎফুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন অনলাইন। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী।
কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক শিক্ষানুরাগী মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ উপস্থিত ছিলেন।
যুদ্ধকালীন কমান্ডার ও সাতক্ষীরা জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল গাফফার এর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০ সেপ্টেম্বর ১৯৭১ বালিয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবসে বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ৮নং সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন বীর বিক্রম। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান গোলাম মোর্শেদ লিটন ও দেলোয়ার হোসেন।
(0)