বেসরকারি উন্নয়ন সংস্থা একুশের আলো-খুলনা সদস্য মনিরুজ্জামানের মা মোমেনা বেগম(৫৫) হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না – -রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র ও তিন কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। শুক্রবার এশাবাদ খালিশপুর প্লাটিনাম মিল কলোনী মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি প্লাটিনাম মিলের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মী আবুল হাসেমের স্ত্রী।
সংগঠনের সাধারণ পরিষদের সদস্যের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন একুশের আলো-খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের চেয়ারম্যান সুতপা বেদজ্ঞ, ভাইস চেয়ারম্যান ফাতেমা হুমায়রা সিলভী, প্রধান নির্বাহী মাহবুবুল হক, প্রধান সমন্বয়কারী খলিলুর রহমান সুমন, হিসাব ও অর্থ বিভাগীয় প্রধান রাবেয়া খাতুন, স্বাস্থ্য ও সচেতনতা বিভাগীয় প্রধান সুমন শেখ, মনিটরিং ও ডকুমেন্টেশন বিভাগীয় প্রধান সৈয়দা সুবহা শবনম, শিক্ষা বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক বিভাগীয় প্রধান ওয়ারিদ মাহমুদ এবং রক্তদান বিভাগীয় প্রধান শরিফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
(1)