বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এক্স-ক্যাডেট খুলনার বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাগেরহাটের সুন্দরবন রিসোর্ট ও পিকনিক কর্নারে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি এ অনুষ্ঠানে এক্স-ক্যাডেটদের জন্য ছিল নানা আয়োজন। শুক্রবার সন্ধ্যায় মিলনমেলা বিষয়ক সভা শেষে নতুন রুপে জল্পনা-কল্পনা করতে থাকে খুলনার এক্স ক্যাডেটরা।
আর শনিবার সকালটা ছিল ভিন্ন রকমের। সকাল থেকেই খুলনা ও এর আশপাশের এলাকায় ছিল ভারী কুয়াশা। দুপুর নাগাদ রোদের তেজ তেমন ছিল না। ঠিক ওই সময়ে এক্স ক্যাডেট খুলনার সদস্য এবং তাদের পরিবার বাসে করে ছুটে চলে খাজা খান জাহান আলীর পবিত্র ভুমি বাগেরহাটের দিকে। আকা-বাকা আর উচু-নিচু রাস্তায় বাস বসে মনে হয়, এযেন ‘সড়ক পথে বিমানের ছোঁয়া’।
দুপুরের আগেই বাসটি পৌঁছে যায় গন্তব্যে। দল বেঁধে, পরিবার নিয়ে সকলেই ঘুরে ঘুরে দেখতে থাকে আয়োজন স্থল। মনোমুগ্ধকর পরিবেশ দেখে সকলেই অভিভূত। মাইকে তখন সকলকে ডেকেও কোন সাঁড়া মেলে না। সেখান থেকে কেউ কেউ চলে যায় ষাট গম্বুজ মসজিদ, সাঙ্গাইল মসিজদ।
আবার কেউ চলে যায় খাজা খান জাহান আলীর মাজার শরীফে। দুপুর দেড়টায় আবার সকলেই ধীরে ধীরে মিলিত হয় আয়োজন স্থলে। এরপর শুরু হয় দুপুরের খাবার। খাবার শেষে চলে উপস্থিত সকলের জন্য বিভিন্ন প্রতিযোগিতা। নারীদের জন্য বল দিয়ে স্ট্যাপ ফেলো, পুরুষদের জন্য জালে বল মারো অথবা গোল করো এবং শিশুদের জন্য বল নিক্ষেপ প্রতিযোগিতা।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে এক্স-ক্যাডেট ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। দিন শেষে আসাফুর রহমান কাজলের সঞ্চালনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এসএম ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিকুল ইসলাম, মোঃ নাজমুল হাসান, মোঃ জাহিদুর রহমান, তহিদুল ইসলাম মফিজ, আবু সালাম, শাহরিয়ার সাত্তার হীরা, হাবিবা খাতুন, সাব্বির আহমেদ, তাজিন মৌসুমী, মেহেবুব হাসান (মামুন), মোঃ নাজমুল হাসান, রিফাত ইমন, ডিকে ইমরান, রাকিব হাসান,
খুলনার এক্স ক্যাডেট পরিবারও তখন গুটিয়ে নিতে থাকে সকল আয়োজন। আস্তে আস্তে সকলেই ওঠে বাসে। বাস চলতে শুরু করে নাড়ির টানে।
(8)