এক্স ক্যাডেট খুলনার মিলন মেলা ২০২১ এর বাস্তবায়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর রূপসাস্থ এক্স ক্যাডেট খুলনার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসএম ইব্রাহিম খলিল এবং সভা সঞ্চালনা করেন ফরমান আলী নয়ন। আগামী ১৫ জানুয়ারী ২০২১ তারিখ মিলন মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
এসএম ইব্রাহিম খলিলকে আহবায়ক এবং ফরমান আলী নয়নকে সদস্য সচিব করে মিলন মেলা বাস্তবায়ন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, মো. নাজমুল হাসান, সহযোগী সদস্য সচিব মো. আবু সালাম, অর্থ সম্পাদক আসাফুর রহমান কাজল, মো. মেহবুব মামুন, স্বাস্থ্য ও যোগাযোগ সম্পাদক শেখ রাসেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মো. জাহিদুর রহমান, এমআরখান মেহেদী, রিয়া আক্তার, প্রেস এন্ড মিডিয়া সম্পাদক মো. খলিলুর রহমান সুমন, মো. নাজমুল হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন, আবু বক্কর, আব্দুল মালেক, আইন ও নিরাপত্তা মো. মফিজুল ইসলাম, মো. এজাজ আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হাবিবা খাতুন, মৌসুমী আক্তার, ক্রীড়া সম্পাদক মো. সাব্বির হোসেন, এমআর খান মেহেদী, মো. আমিনুল ইসলাম এবং মঞ্চ ও সাজসজ্জায় মো. মাসুম বিল্লাল, এসএমজি নেওয়াজ, কার্যকরি সদস্য মো. কাউছার হোসেন, শাহরিয়া সাত্তার হীরা, নূর মাসুম, হাফিজ টগর, আফিয়া আক্তার।
(63)