২০১৫-র ১১ নভেম্বর বাংলাদেশ শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছে জিম্বাবোয়ের বিপক্ষে।
আইসিসি’র ক্রীড়াসূচি অনুযায়ী, ২০১৬ সালের নভেম্বরের আগে কোন ওয়ান ডে ম্যাচ বরাদ্দ নেই বাংলাদেশ দলের। ১৯৯৭ সালে আইসিসি বাংলাদেশকে ওয়ান ডে খেলার মর্যাদা দেওয়ার পর এত দীর্ঘ বিরতি পায়নি তারা। অথচ ২০০৬ সালের নভেম্বরে আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে এ পর্যন্ত মাত্র ৪৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে যারা, সেই বাংলাদেশ দলের সামনে ২০১৬ সালে হাতছানি দিচ্ছে রেকর্ড সংখ্যক ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ।
সম্প্রতি জিম্বাবোয়ের সঙ্গে চলতি মাসে ৪টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ চূড়ান্ত হওয়ায় এ বছরটি বাংলাদেশের জন্য টি-টোয়েন্টির বছর হিসেবেই গণ্য করা হচ্ছে। এর আগে ২০১৪ সালে এক বছরে সর্বাধিক ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এ বছরে সেই রেকর্ডও ছাপিয়ে যাচ্ছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে রেকর্ড সংখ্যাক ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলার হাতছানি তাদের সামনে। এই বছরে আর কোন দল বাংলাদেশের মতো এতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না।
(0)