কাতার বিশ্বকাপে পা ফেলার আগ থেকেই জোরেশোরে শোনা যাচ্ছিল—ফুটবলের জাদুকর লিওনেল মেসি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ২২তম আসর খেলেই। এই তারকা গণমাধ্যমে তার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের ফাইনাল শেষে সব খবর উড়িয়ে দিয়ে জানালেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি। জানান, আরো কয়েক বছর আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন।
মেসির বয়স ৩৫ চলে। কিন্তু তার দুর্দান্ত ফর্ম আর খেলা দেখে বলার উপায় নেই বয়সের ছাপ পড়েছে। এই সাবেক বার্সা তারকা বিশ্বকাপে করেছেন ৭ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৩ গোল। জিতেছেন গোল্ডেন বল।
বিশ্বকাপের ফাইনালে জয় পেয়ে এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন, আমি চেয়েছিলাম বিশ্বকাপ শেষেই অবসর নিতে। বিশ্বকাপ থেকে যা পেয়েছি, এর চেয়ে বেশি কিছু চাইতেও পারি না। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আমার যে অর্জন, তা যথেষ্ট।
তিনি আরো বলেন, আমি ফুটবলকে ভালোবাসি। জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। আমার ইচ্ছা, আমি চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব।
(4)