পরের মাসেই মাঠে গড়াবে বিপিএল এর তৃতীয় আসর। ঘটা করে ঘোষণা করা হয়েছে দিনক্ষণ। সে হিসাবে ২৪ নভেম্বর মাঠের লড়াই শুরুর কথা। কিন্তু ফাইনালে বিদেশী সুপারস্টারদের শিডিউল জটিলতা কাটাতে তাই এগিয়ে আসছে টুর্নামেন্ট। নতুন সূচীতে ২০ নভেম্বর মাঠের লড়াই শুরুর পরিকল্পনা গভর্নিং কাউন্সিলের।
বিদেশীদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের মাতামাতিও কম না। আর তাই নানা সময়ে এসেছে নানা ঘোষণা।
তবে বাস্তবতা বলছে গভর্নিং কাউন্সিল প্রস্তাবিত সর্বোচ্চ ৭০ হাজার ডলারে গেইল-পিটারসেনদের দলে ভেড়ানো অসম্ভব। ফলে এসব ক্রিকেটারদের যারা বিপিএল এর তৃতীয় আসরে খেলবেন, তাদের দায়িত্ব নেবে না বিসিবি, জানিয়ে দিলেন গর্ভনিং কাউন্সিল চেয়ারম্যান।
এদিকে তৃতীয় আসরে সপ্তম দল হিসেবে রাজশাহীর যুক্ত হবার গুঞ্জন শোনা গেলেও, শেষ পর্যন্ত ৬ দল নিয়েই বিপিএল আয়োজনের আভাস আফজালুর রহমান সিনহার।
নিরাপত্তা শঙ্কায় ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করলেও, বিদেশী ক্রিকেটারদের আসার উপর তা প্রভাব ফেলবে না বিশ্বাস গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের।
(0)