এর মধ্যে ১০ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে রূপসা বাস টার্মিণাল উন্নয়ন ও ৮ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে রূপসা রিভার ক্রসিং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প ২টি চলতি অর্থ-বছরের মধ্যে সম্পন্ন হবে।
ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ আজ রবিবার সকাল ১০টায় রূপসা বাস টার্মিণাল উন্নয়ন ও রূপসা রিভার প্রটেকশন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় কেসিসি’র কাউন্সিলর মুহাঃ আমান উল্লাহ আমান, মোঃ মাহবুব কায়সার, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া ফারুক, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত মেয়র গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করতে সংশ্লিস্টদের নির্দেশ দেন।
(9)