এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বলেন, অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট কোনো বিভাগ থেকে অনুমোদন না নিয়েই এসব ওষুধ রাখা হয়েছিল। তিনি বলেন, ফার্মেসিটি এপোলো হাসপাতালের অধীনে পরিচালিত হয়। এ ফার্মেসি থেকে ৮ থেকে ১০ লাখ টাকার মূল্যের বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। তিনি আরও বলেন, ওষুধগুলোর মধ্যে কয়েকটি আইটেম দেশি, বাকি সব ওষুধ বিদেশ থেকে আমদানি করা। জব্দকৃত ওষুধগুলোর মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।
ফিরোজ আহমেদ বলেন, যেসব ওষুধ বাজারজাত করা হবে তার প্রথম শর্ত হলো ড্রাগ কর্তৃপক্ষের অনুমোদন। ড্রাগ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন ওষুধ ক্রেতা সাধারণের কাছে বিক্রি করা যাবে না। জব্দকৃত ওষুধগুলোর ড্রাগ লাইসেন্স নেই। তবে কিছু সংখ্যক আইটেমের বিএসটিআই’র অনুমোদন রয়েছে। তিনি বলেন, অনুমোদনহীন এসব ওষুধ রাখায় অ্যাপোলো হাসপাতালের ফার্মেসি সংশ্লিষ্ট ৪ জনকে মোট ১৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেকের ৩ মাস করে কারাদণ্ডও প্রদান করা হয়েছে।
(15)