পরিচালক বিরসা দাশগুপ্তের ‘শুধু তোমারই জন্য’ ছবির শুটিংয়ের জন্য পশ্চিম এশিয়ার ঐতিহাসিক শহর তুরস্কে এখন কলকাতার সুপারস্টার দেব। এই ঐতিহাসিক আবহের আউটডোর লোকেশনে দেবের সঙ্গে শুটিংয়ে ছিলেন ছবির দুই নায়িকা শ্রাবন্তী ও মিমি। আগামী পুজোয় মুক্তি পেতে চলা এই ছবিতে ভ্রমণপিপাসু বাঙালির যাযাবর মনকে উসকে দেবে তুরস্কের অসাধারণ সব লোকেশন।
এর আগে লেবানন কিংবা জর্ডানেও হয়েছে বাংলা ছবির শুটিং। তবে তুরস্কের
এশিয়া মাইনরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যশালী শহর আনাতোলিয়া। জানা যায়, ভুমধ্যসাগর সংলগ্ন তুরস্কের আনাতোলিয়া দ্বীপপুঞ্জ থেকেই এই শহরের নামকরণ হয়েছে। গ্রিকরা এই শহর দখল করার পর ৩৩৪ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর এই শহর তাদের হাতছাড়া হয়ে যায়। তত দিনে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন বাইজেন্টিয়াম সাম্রাজ্য পতন করে ফেলেছেন। তাঁর নামেই শহরের নামকরণ হয় কনস্ট্যান্টিনোপল। এখনো দুই হাজার বছরের প্রাচীন রোমান এবং তারপর অটোমান সম্রাজ্যের স্থাপত্য বহন করছে এই শহর।
আনাতোলিয়ার মতোই তুরস্কের ব্লু মস্ক বা নীল মসজিদ ঐতিহাসিক এক দর্শনীয় স্থান। ১৬০৯ খ্রিস্টাব্দে তুরস্কের সম্রাট সুলতান আহমেদ এই মসজিদ স্থাপন করেন। পরে পারস্য যুদ্ধের সময় এই মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অবশ্য এর পুনর্নির্মাণ হয় পরে। আজও যেকোনো ধর্মের মানুষের কাছে নীল মসজিদ দর্শনীয় একটি স্থান।
তুরস্কের এমনই সব ঐতিহাসিক স্থানে হয়েছে বিরসার ‘শুধু তোমারই জন্য’ ছবির শুটিং। বরাবর অন্য ঘরানার ছবি করা বিরসা দাশগুপ্তের এই ছবি অবশ্য আদ্যোপান্ত বাণিজ্যিক। এর আগে বিরসার ফিল্মোগ্রাফিতে রয়েছে ‘০৩৩’, ‘জানি দেখা হবে’, ‘গল্প হলেও সত্যি’, ‘অভিশপ্ত নাইটি’র মতো ভিন্ন চিত্রনাট্যের ছবি। এবারে অ্যারেঞ্জড ম্যারেজ এবং বিবাহ-পরবর্তী প্রেম নিয়ে ১০০ শতাংশ প্রেমের ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন বিরসা।
পাড়ার প্রেমকে কেন্দ্র করে এই ছবিতে রীতিমতো পাড়ার প্রেমিক ‘আদি’ চরিত্র হয়ে ধরা দেবেন দেব। ত্রিকোণ প্রেমের চটুল গন্ধে ভরা এই ছবিতে যেমন দেব (আদি) তাকে পাত্তা না দেওয়া মিমির (কলি) মন পেতে মরিয়া হয়ে উঠবে, তেমনি শ্রাবন্তীও (নয়নতারা) নাকি কম যাবে না! সব মিলিয়ে বিরসার নতুন এই ছবি যে চমক দিতে আসছে, তা নিয়ে একমত টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি। এই ছবিতে সম্পুর্ণ নতুন ভূমিকায় দেবকে পাওয়ার পাশাপাশি তুরস্ক ভ্রমণের স্বাদটাও দর্শকের মিলছে মুফতেই। আর তুরস্কের বুকে দেবের নাচ…। সেটা দেখার জন্য আর তো মাত্র কটা দিন, না হয় অপেক্ষাই করুন।
(3)