তারই ধারাবাহিকতায় এবার বাংলাভাষায় কথা বলতে পারে এমন রোবট তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী। যার তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ডক্টর মুহম্মদ জাফর ইকবাল। সংশ্লিষ্টদের দাবি, এটি দেশের প্রথম সোশ্যাল ইন্টার্যাকশন রোবট। রিবো-একটি রোবট। যে কি না বাংলা-ইংরেজীর মিশেলে কথা বলে সাবলিলভাবে।
প্রায় এক মাসের চেষ্টায় রোবটটি তৈরি করেছেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবো সাস্টের ১১ তরুন। এটি বানাতে খরচ হয়েছে এক লাখ টাকা। মানুষের দৈহিক গঠনের সাথে মিল রেখে ডিজাইন করা রোবটটি মানুষের নানা প্রশ্নের জবাব দিতে পারলেও এখনো চলাফেরা করতে পারে না।
তবে সে চেষ্টা করে যাচ্ছেন, সাস্ট রোবোর সদস্যরা। আর এজন্য দরকার আর্থিক সহযোগিতা। রোবটটি তৈরীর তত্ত্বাবধানে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড: মুহাম্মদ জাফর ইকবাল। বললেন, দেশে প্রথমবারের মতো এই ধরনের রোবট তৈরী হচ্ছে। আর একাজে শিক্ষার্থীরা সহযোগিতা পেলে আগামী দিনে নতুন নতুন আবিস্কারে আগ্রহ বাড়বে তাদের।
(1)