হবিগঞ্জের সেই বখাটে যুবক রুহুল আমিনের পর এবার রাজধানীর ডেমরায় বাদশা ওরফে বাবু। বাবুও প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে পিটিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে। বেধড়ক পিটুনির শিকার ওই শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে।
বিকেল ৩টার দিকে তাকে ঢামেকে ভর্তি করানো হয়।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট হবিগঞ্জে এক স্কুল ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে মারধর করে রুহুল আমিন নামের এক বখাটে যুবক। এ ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছেড়ে দেয় তার বন্ধুরা। এরপর ঘটনায় হবিগঞ্জের বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ণ সৃষ্টি হয়। গতকাল (৪ সেপ্টেম্বর) স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। ওই যুবকের আটকের একদিন পরই একই ঘটনা অন্যত্র ঘটল।
(1)