গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোঁড়া গুলিতে সৌরভ নামের এক শিশু আহত হয়েছে। এমন অভিযোগ করেছেন, তার স্বজনরা। শিশুটিকে ভর্তি করা হয়েছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
গাইবান্ধার সুন্দরগঞ্জের হুড়াভুয়া খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সৌরভ। অন্যদিনরে মতই ভোড় পৌনে ছয়টায়র দিকে নিজ বাড়ি সামনে ব্রাক মোড়ের কাছে চাচার সাথে হাটছিলো সে।
এ সময় ব্র্যাক মোড়ে গাড়ি থামিয়ে সৌরভকে ডাক দেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামা লিটন। কিন্তু, ডাকে সাড়া না দেয়ায়, সৌরভের পায়ে গুলি করেন সংসদ সদস্য লিটন। প্রত্যক্ষদর্শী ও সৌরভের পরিবারের অভিযোগ, এতে গুরুতর আহত হন সৌরভ। এসময়, শিশুটির চাচা এগিয়ে এলে তাকে গুলি করতে যান লিটন। আহত সৌরভকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসক জানিয়েছেন, বর্তমান শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।
এ বিষয়ে সংসদ সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তার সবকটি ফোন বন্ধ রয়েছে।
তবে, বিস্তারিত কিছু না বললেও পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করছে তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
(1)