পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: শাসক নয়, জনগনের সেবক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এলাকাবাসির কাছে দোয়া চাইলেন পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিএম ইকরামুল ইসলাম।
আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সাবেক এ নেতা ইউনিয়নের গজালিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি নির্বাচনের পূর্বপ্রচারনার অংশ হিসেবে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
আগামি নির্বাচনে যাতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে এলাকাবাসির সেবা ও এলাকার উন্নয়ন করতে পারে এজন্য তিনি সকলের কাছে দোয়া চান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সামাদ সরদার, অধ্যক্ষ আলহাজ্ব দেলয়ার হোসাইন, আলহাজ্ব মান্নান সরদার, আলহাজ্ব খালেক সরদার, আলহাজ্ব গোলাম মোস্তফা, আলহাজ্ব আব্দুল মান্নান, মনঞ্জুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এস এম মুজিবুর রহমান, আব্দুর সবুর সরদার, আব্দুস সবুর সরদার ও খতিব আব্দুল মালেক।
(0)