কিন্তু সে সম্পর্কেও কি এ বার ইতি? বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক নতুন নাম। করণ সিংহ গ্রোভার। টিভি সিরিয়ালের পরিচিত মুখ করণই নাকি এখন ‘মন’ চুরি করেছে কন্যের।
সম্প্রতি মালদ্বীপে করণের সঙ্গে একান্তে নতুন বছর উদযাপন করেছেন বিপাশা। তাঁদের হলিডে মেমোরিজ এখনও টাটকা। সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন খোদ নায়িকা।
পার্টি, ডিজাইনার আউটফিট ছেড়ে বিকিনিতেই বর্ষবরণ করলেন বিপাশা। সুইমিং পুল, বিকিনি আর সেলফি নিয়েই কাটল তাঁর ২০১৬-র প্রথম দিন। পোস্ট করতেই ভাইরাল ছবি।
গত বছর বিপাশার একটি ছবিই মুক্তি পেয়েছে। ‘অ্যালোন’। সঙ্গে ছিলেন তাঁর রিয়েল লাইফের বয়ফ্রেন্ড করণ সিং গ্রোভার। সব কিছু ঠিক থাকলে এ বছর শেষের দিকেই নাকি বিয়েও সেরে ফেলবেন বিপাশা-করণ।
(1)