ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওয়ানগালা উৎসবের খবর। ৬৮ হাজার গ্রাম বাংলার এই দেশে বাঙালি ছাড়াও অনেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাস। তাদেরও আছে নিজস্ব সংস্কৃতি।
গারোদের অন্যতম উৎসব নবান্ন বা ওয়ানগালা। প্রাচীন এই উৎসবের মূল উদ্দেশ্য, ফসল রক্ষাসহ নিজেদের সুস্থ থাকার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এ সময় নাচেগানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন গারো সম্প্রদায়ের মানুষ।
নতুন ফসল ঘরে তোলার পর, টাঙ্গাইলের মধুপুর গড়ের, বেদুরিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ানগালা উৎসবে মাতেন গারোরা। এতে টাঙ্গাইলসহ আশেপাশের জেলা থেকেও আসেন গারোরা। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
উৎসবে প্রবেশ করার সময়, সবার কপালে ওয়ান চিতক্কা নামে তিনটি ফোঁটা দেয়া হয়। গারোদের বিশ্বাস, এই ফোঁটা মানুষকে শুদ্ধ করে।
আদিকাল থেকেই গারোদের বিশ্বাস, দেবতা সালজং তাদের প্রথম শস্য বীজ দিয়েছিলেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতেই বহুকাল থেকে চলছে এ আয়োজন।
জুম চাষকেন্দ্রিক এই আয়োজন গারোদের আদি উৎসব। সময়ের সাথে সবকিছু বদলে গেলেও এই উৎসবে ফুটে ওঠে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি।
(1)