পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার কপিলমুনি বাজারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা করে বিকাশের মাধ্যমে প্রায় সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী অজয় কুমার সাধু ব্যবসায়ী শেখ মাসুদ রানা সহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগ জানাগেছে, উপজেলার নাছিরপুর গ্রামের রতন কুমার সাধুর ছেলে অজয় কুমার সাধু কপিলমুনি বাজারে ইলেকট্রিক, ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা রয়েছে। অজয় সাধুর দোকানে বিকাশের মাধ্যমে দীর্ঘদিন টাকা লেনদেন করে আসছিল কপিলমুনি গ্রামের শেখ আমবার আলীর ছেলে শেখ মাসুদ রানা (৩৬)। বিকাশের টাকা লেনদেনে পরিশোধের নিশ্চয়তা দেন মাসুদের পিতা শেখ আমবার আলী (৫৫) ও মাতা কুলছুম বিবি (৫০)। ১৭/১১/২০২১ তারিখ হতে ১১/০৪/২০২৩ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে লেনদেন করা অবস্থায় ৪ লাখ ৩৩ হাজার ৯৪৯ টাকা বিকাশ নম্বরে হাতিয়ে নেয় সুচতুর শেখ মাসুদ রানা। মাসুদ রানা ১২/০৪/২০২৩ তারিখে ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে সমুদয় টাকা পরিশোধ করার আ্শ্বস্থ করলেও টাকা পরিশোধ না করে তিনি এলাকা ছেড়ে অনত্র গা ঢাকা দিয়েছেন।
এদিকে পাওনা টাকা চাইতে গেলে মাসুদের পিতা-মাতা বিভিন্ন তালবাহানা করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী অজয় কুমার সাধু। এ ঘটনায় ব্যবসায়ী অজয় সাধু শেখ মাসুদ রানা, পিতা শেখ আমবার আলী ও মাতা কুলছুম বিবি’কে বিবাদী করে ৯ জুন শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার ওসি রফিকুল ইসলাম।
(14)