পাইকগাছা থানা ওসি মোঃ আশরাফ হোসেন বলেন, মাদকদ্রব্য, জুয়া ও নাশকতা সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবেনা। হরিঢালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বুধবার বিকাল ৫টায় অনুষ্ঠিত আইনশৃংখলা বিষয়ক এক আলোচনাসভার প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারী দেন তিনি। এ সময় বিশেষ অতিথি ছিলেন হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, থানার এস আই বিশ্বজিৎ কুমার। হরিঢালী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাইকগাছা থানা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য শেখ সালাহ উদ্দিন, কপিলমুনি কলেজের সাবেক সহঃ অধ্যাপক কালীদাস চন্দ্র, বীরমুক্তিযোদ্ধা শেখ দিদার হোসেন, শেখ আব্দুল লতিফ, আহসান আলী মাষ্টার, পুলিশিং কমিটির সদস্য সচিব ডাঃ বাসুদেব কুমার, মুক্তিযোদ্ধা জাহান আলী গোলদার, হাজরা মঈনুদ্দিন, জি এম হায়দার আলী, বিধান চন্দ্র মন্ডল, সাংবাদিক এস এম আব্দুর রহমান, এ কে আজাদ, রাজিব গোলদার সঞ্জয় মজুমদার, ইমরান হোসেন প্রিন্স।
//এ কে আজাদ, কপিলমুনি, পাইকগাছা, খুলনা
(1)