পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় “কপোতাক্ষ নদ বাঁচাও, সুন্দরবন বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মাহমুদকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াটারকিপার বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করে।
খেলায় অনির্বাণ লাইব্রেরী একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে সাতক্ষীরার তালা শহীদ মুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদ একাদশ জয়লাভ করে। খেলা শেষে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সম্বয়ক সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারি আযম খান কমার্স বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার ঘোষ, প্রাক্তন শিক্ষক গনেশ চন্দ্র ভট্টাচার্য, সাংবাদিক শাকিলা পারভীন রুমা, অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক ভদ্র, আলিম সাহিত্য সংসদের সভাপতি শেখ কালাম, সাধারণ সম্পাদক সানজিদুল হাসান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহ-সভাপতি ইলিয়াস হোসেন, নিত্যানন্দ ঘোষ, সাবেক ইউপি সদস্য ভারতী রানী দে ও পল্লী চিকিৎসক আকরাম হোসেন।
খেলা পরিচালনা করেন, সাবেক কৃতি ফুটবলার শেখ আব্দুর রশিদ। ধারাভাষ্যে ছিলেন, সাংবাদিক রিয়াদ হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অত্র অঞ্চলের প্রধান নদ-নদী গুলো একদিকে যেমন নাব্যতা হারিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে, অপরদিকে নদী ভাঙ্গন সহ নানা কারণে প্রতিবছর শত শত পরিবার উদ্বাস্তু হচ্ছে। টেকসই কোন উন্নয়ন পরিকল্পনা না থাকায় এ ধরণের সমস্যা প্রতিবছর বাড়ছে। বক্তারা উপকূলীয় অঞ্চলের কপোতাক্ষ-শিবসা সহ অন্যান্য নদ-নদী খনন সহ জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা নিরসন ও অত্র এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে জাতীয় পর্যায়ে আলাদা বরাদ্দ এবং কর্মপরিকল্পনা গ্রহণের জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।
(2)