সফল যুব কমনওয়েলথ গেমস শেষে গত রাতে দেশে ফিরেছে আর্চারি দল। স্বর্ণ জয়ী তামিমুল ইসলাম অভিনন্দনের জোয়ারে ভেসেছেন বিমানবন্দরেই। তরুণ এই আর্চারের লক্ষ্য অলিম্পিক স্বর্ণ জয়।
সামোয়ায় অনুষ্ঠিত যুব কমনওয়েলথ গেমসের পঞ্চম আসরে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিয়েছেন এই আর্চ্যার। তাকে ঘিরে বাড়াবাড়ি তাই একটুও বেশিকিছু নয়। ব্রোঞ্জ জয়ী নন্দিনী খান স্বপ্নাও ফিরেছেন একইসঙ্গে। বিমানবন্দের মিষ্টি আর ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্মকর্তারা। এমন অভ্যর্থনায় খুশি হলেও ভেসে যেতে চান না তামিমুল-স্বপ্না। দুই তীরন্দাজের চোখ আরো সামনে।
উন্নত প্রশিক্ষণ আর বিদেশী কোচের সহযোগিতাই সাফল্যের মূলে মনে করেন তামিমুল। অব্যাহত রাখতে চান অনুশীলন। ফেডারেশন সাধারণ সম্পাদক ২০২০ সালকে টার্গেট করেছেন আন্তর্জাতিক সাফল্যের জন্য। আর্চ্যার ইমদাদুল হক মিলন অলিম্পিকে অংশ নিলেও এখনো পদক জয় স্বপ্নই রয়ে গেছে। তামিমুলের স্বপ্ন পূরণ হলে তা হবে বাস্তব।
(1)