খুলনা সিটি কর্পোরেশন এর ৩১ নং ওয়ার্ড কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি সোস্যাল ল্যাব প্রকল্পের মোল্লা পাড়া সোস্যাল ল্যাবের ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগস্ট) কারিতাস খুলনা অঞ্চলের মাইকেল এডি রোজারিও হলে অনুষ্ঠিত হয়।
ডায়ালগে সভাপতিত্ব করেন ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক খান মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাসের আইডিআরআর প্রকল্পের মাঠ কর্মকর্তা রঞ্জন নিকোলাস বৈদ্য।
এছাড়া সোশ্যাল ল্যাব-২ কোর টিম সদস্য যুব উন্নয়নের সহকারী থানা কর্মকর্তা বদরুল আলোম, শহর সমাজ সেবা অধিদপ্তরের শামিমা আক্তার, জেজেএস এর শহিদুল ইসলাম, কারিতাসের রেবেকা স্নিগ্ধা বাড়ৈ সিডিসির রহিমা বেগম কেসিসি, খুলনার কনজারভেন্সী বিভাগের আলী আকবর, কেসিসির স্বাস্থ্য বিভাগের লুৎফুন্নাহার, ৩১ নং ওয়ার্ড এর সচিব হাফিজুর রহমান, মহিলা উন্নয়ন অধিদপ্তরের আফ্রোজা খাতুনসহ মোল্লা পাড়ার স্থানীয় ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন। ডায়ালগে এলাকার চলমান সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এর সমাধানের জন্য কোন কোন প্রতিষ্ঠানে এ্যাডভোকেসী যাওয়া প্রয়োজন এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
কর্মমুখী প্রশিক্ষণ এর জন্য ১১৫ জনের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন যুব উন্নয়নের বদরুল আলোম। সমাজ সেবার বিভিন্ন সহায়তা নিয়ে আলোচনা করেন ডেপুটি ডিরেক্টর খান মোতাহার হোসেন। এছাড়া আগামী ২৪ আগস্ট বৃক্ষ রোপণ এর সিদ্ধান্ত হয় এবং আগামী সপ্তাহে সোস্যাল ল্যাব ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে।
(9)