খুলনা সিটি কর্পোরেশন এর ৩১ নং ওয়ার্ডে ইউএমআইএমসিসি/ইউএমএমএল প্রকল্পের আওতায় জার্মান দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়নকৃত কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি সোস্যাল ল্যাব প্রকল্পের মোল্লা পাড়া সোস্যাল ল্যাবের ডায়ালগ বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হয়।
উক্ত ডায়ালগে সভাপতিত্ব করেন ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু। ডায়ালগে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সির রেক্সনা কালাম লিলি, সমাজ সেবা অধিদপ্তরের শামিমা আক্তার, জেজেএস এর শহিদুল ইসলাম, কারিতাসের রেবেকা স্নিগ্ধা বাড়ৈ ও রেনাতা মিস্ত্রী, সিডিসির রহিমা বেগম ও আনোয়ারা বেগম, কেসিসি খুলনার কনজারভেন্সী বিভাগের আলী আকবর, কেসিসি’র স্বাস্থ্য বিভাগের লুৎফুন্নাহারসহ মোল্লা পাড়ার স্থানীয় ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
ডায়ালগ পরিচালনা করেন সিডিসি নেতৃ শ্রাবনী আক্তার। ডায়ালগে এলাকার চলমান সমস্যাগুলি তুলে আনা হয়। বর্তমান সমস্যা ডেঙ্গু পরিস্তিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বৃক্ষরোপণ বিষয়েও আলোচনা করা হয়। সিদ্ধান্ত হয় আগামী সপ্তাহে সোস্যাল ল্যাব ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিংসহ মশক নিধন কর্মসূচী এবং বৃক্ষরোপণ কর্মসূচী পালন করবে। প্রত্যেক সদস্য একটি করে বনজ বা ফলজ বৃক্ষ রোপণ করবে।
(27)