খুলনা সিটি কর্পোরেশন এর ৩১ নং ওয়ার্ডে ইউএমআইএমসিসি/ইউএমএমএল প্রকল্পের আওতায় জার্মান দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়নকৃত কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি সোস্যাল ল্যাব প্রকল্পের মোল্লাপাড়া ল্যাব-২ এর ডায়ালগ আজ ২০ জুন, ২০২৩ কারিতাস খুলনা অঞ্চলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। উক্ত ডায়ালগে সভাপতিত্ব করেন ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আরিফ হোসেন মিঠু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস খুলনা অঞ্চলের একাউন্টস্ অফিসার মিঃ বিনয় কৃষ্ণ সমদ্দার, মহিলা কাউন্সির রেক্সনা কালাম লিলি এবং কারিতাস খুলনা অঞ্চলের মোবাইল আউটরিচ প্রকল্পের মাঠ কর্মকর্তা মিঃ প্রতাপ সেন এছাড়া ল্যাব-২ এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সদস্যবৃন্দ এবং স্থানীয় ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন। আজকের ডায়ালগ পরিচালনা করেন রেবেকা স্নিগ্ধা বাড়ৈ।
ডায়ালগে এলাকার দরিদ্র অসহায় পরিবারের নারী ও অল্পবয়স্ক বিধবা ব্যক্তিদের জন্য কারিগরি প্রশিক্ষণ সংক্রান্ত একটি দরখাস্ত লিখে মহিলা উন্নয়ন অধিদফতরে দেবার সিদ্ধান্ত গৃহীত হয়। ওয়ার্ড কাউন্সিলর বলেন, আমাদের সমস্যা সমাধান করবার জন্য আমাদের আরও সচেষ্ট হতে হবে।
(4)