কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে ১২ মন গেওয়ার জালানী সহ ১ টি নৌকা আটক করেছে।
এ সময় বন বিভাগের উপস্থিতি জানতে পেরে কাঠ পাচারকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যায়। জানা গেছেে আজ শনিবার দুপুর ১ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির খুদিরখাল এলাকায় অভিযান চালিয়ে এ সকল কাঠ সহ নৌকা আট করে।
খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
(0)