কয়রা (খুলনা) প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমূল পর্যায়ে মানুষের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মতবিনিময়, গনসংযোগ ও গনসমাবেশ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) দলীয় মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব ইন্জিনিয়ার জি,এম মাহবুবুল আলম।
প্রতিদিন নির্বাচনি দুই উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে নৌকা মার্কা প্রতিকে ভোট চাইছেন তিনি। তারই ধারাবাহিতায় গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কয়রার উত্তর মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গণসমাবেশ করেছেন তিনি।
গণসমাবেশে আলহাজ্ব ইন্জিনিয়ার মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত রাজনৈতিক দল, যে দলের প্রধান কান্ডারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। খুলনা ৬ আসনে তিনি যাকেই যোগ্য মনে করে নৌকা প্রতীক দিবেন আমি আমার সমর্থকদের নিয়ে তারই নির্বাচন করবো।
আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা এবং রাস্তা-ঘাটসহ দেশের ব্যাপক উন্নয়নের কথা গুলো( কয়রা-পাইকগাছা) বাসির দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরছি। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, দলমত নির্বিশেষে, সকল দ্বিধাদ্বন্দ ভুলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তারই লক্ষে কাজ করতে হবে।
অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক ইন্তাজ উদ্দীনের সভাপতিত্বে ও সাবেক জেলা পরিষদের সদস্য জিএম জহুরুল হক বাচ্চুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, পাইকগাছার আওয়ামীলীগ নেতা বিজন বিহারী সরকার, আজিজুর রহমান,কৃঞ্চপদ মন্ডল,শামছুর রহমান,গৌরাঙ্গ মন্ডল,কয়রার আওয়ামীলীগ নেতা আঃ সবুর ঢালী, শাহাবুদ্দিন মোল্যা, আনছার আলী মেম্বর,এস এম নুরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন ইসলাম প্রমুখ।
(2)