কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জননেতা শেখ হেলাল এমপির পরামর্শক্রমে তৃণমূলে সরকারের উন্নয়ন প্রচারের জন্য খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম মতবিনিময় করেছেন। শুক্রবার (১২ মে) বিকাল ৪ টায় খুলনার কয়রা উপজেলার কাটকাটা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ৬ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, কয়রা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বিজন বিহারী মন্ডল, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালী, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামঅ লীগের সাধারণ সম্পাদক সমরেশ মন্ডল, সাবেক যুবলীগ নেতা গৌরাঙ্গ মন্ডল, আল আমিন, আশরাফুজ্জামান রাবু,সাবেক জেলা পরিষদের সদস্য জহুরুল হক বাচ্চু, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন প্রমূখ। অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কয়রা-পাইকগাছার বিভিন্ন জনসমাগম এলাকায় নিজে উন্নয়নের তথ্য সমৃদ্ধ লিফলেট বিতরণ করছেন।
এসময় তিনি বলেন, সরকারে উন্নয়ন চিত্র গ্রামগঞ্জের অনেকেই জানেন না। ডোর টু ডোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের খবর পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
(1)