কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৭ মে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়ের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোশারাফ হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা আক্তারুজ্জামান খোকন, এসএম মাসুম বিল্লাহ, আক্তারুজ্জামান আক্তার, ওলিউর রহমান খোকা, এ্যাডঃ আরাফাত হোসেন, স.ম আজগর আলী, জিএম জামিরুল ইসলাম, মেহেদি হাসান দিদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, শ্রমীকলীগনেতা রোকনুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তারুল ইসলাম সৌরভ প্রমুখ।
(0)