বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের কারিকরপাড়া এলাকার ইদ্রিসের বাড়িতে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছে-মর্মে সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জানান, গ্রেপ্তার হওয়া চারজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। আগ্নেয়াস্ত্র ছাড়া তাঁদের কাছ থেকে ‘আপত্তিকর’ বই পাওয়া গেছে।
খুলনা জেলার পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, গ্রেপ্তার চারজন হলেন যশোর কেশবপুর উপজেলার মাইলবগা গ্রামের আলমগীর হোসেন (২৮), খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের রাজীব গাজী ওরফে রাকিব (২৩), পাইকগাছা উপজেলার ফয়সাল ওরফে আল আমিন (২৪) এবং একই উপজেলার তানভীর সরদার (২৩)।
আবদুর রশিদ জানান, গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে কয়রা থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, চারজনের মোবাইলে ওসামা বিন লাদেনের ভাষণ এবং ব্লগার রাজীব হত্যার তথ্য রয়েছে। তারা সবাই মাদ্রাসার ছাত্র।
আব্দুর রাজ্জাক রাজ, কয়রা, খুলনা
(65)