কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলার কোলাবরেশন ও নেটওয়াকিং বৃদ্ধিার জন্য শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশান (সিএসও) প্রতিনিধিদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা আজ শনিবার বেলা ১১ টায় পরিত্রানের কয়রা অফিসে অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের বাস্তবায়নে এ ত্রৈ-মাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা।
সংগঠনের সভাপতি অধ্যাপক আ,ব,ম, আবদুল মালেকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এ্যাড. আনিছুর রহমান, সাংবাদিক রিয়াছাদ আলী, মোঃ আল আমিন ফরহাদ, নিরাপদ মুন্ডা, কমলেশ মন্ডল, মোঃ ফরহাদ হোসেন, পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিন, সিএসও কমিটির সদস্য, মুর্শিদা খাতুন, আশিকুজ্জামান, সাধনা মুন্ডা, মিলন মুন্ডা, শিউলী মুন্ডা প্রমুখ।
সভায় কয়রা উপজেলার বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, যৌন হয়রানী প্রতিরোধ, কয়রা উপজেলার শিশুদের সমস্যা সমুহ ও সমস্যা সমাধানের কৌশল সহ যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনার পাশপাশি প্রকেল্পর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন।
(3)