‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ যুব সংস্থার উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টম্বর) বিকাল ৪টায় উত্তর বেদকাশী ইউনিয়নের শেখ সরদারপাড়া এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি শাহানা আক্তার বলেন, ‘ছোট শিক্ষার্থীদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি শিশুকে বৃক্ষপ্রেমী বানাতে হবে। শিক্ষকরা তাদের ক্লাসে পাঠদানের সময় গাছের উপকারিতা সম্পর্কে জানাতে হবে। প্রতিটি বিদ্যালয় মাঠের চারপাশে গাছ লাগাতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ধীমান ঘোষ, সংগঠনের সাধারণ সম্পাদক অবলিন্দু মন্ডল, সদস্য সংগীতা সরকার, রহিমা পারভীন, আকরামুল ইসলাম, রেহানা পারভীন, আফরোজা খাতুন, মেশকা জান্নাত, রিমা খাতুন, মাহমুদুল হাসান, মোমেনা খাতুন, মাহফুজা খানম, রাজিয়া খাতুন, কারিমা সুলতানা, সুমাইয়া, তামিম হোসেন প্রমুখ।
গাছের চারা বিতরণ শেষে সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের সাথে নিয়ে কয়েকটি বৃক্ষরোপণ করেন।
(5)