এর আগে মোবাইল ফোনের সেবা নিয়ে সংবাদ সম্মলেনে উদ্বেগ জানান প্রতিমন্ত্রী। বিটিআরসির নির্ধারিত মানের চেয়ে মোবাইল ফোনের সেবার মান নেমে গেলে শাস্তির প্রস্তাব করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মোবাইল ফোনের সেবা নিয়ে অভিযোগ ও সমালোচনা চলছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ বন্ধে মোবাইল অপারেটরদের যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারানা হালিম।
(1)