কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান উইন কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির প্রমোশন পেয়ে ক্যাপ্টেন ব্যাজ পরিধান করেছেন। এই খবরে নিজ গ্রাম ও পরিবার সবাই আনন্দিত হয়েছেন। একই সাথে সাতক্ষীরা জেলাবাসি গর্বিতো হয়েছেন।
কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের সমাজসেবক সাবেক ইউপি আলহাজ্ব হাসান আজিজ আহম্মেদের একমাত্র সুযোগ্য পুত্র বাংলাদেশ বিমান বাহিনির গর্ব মিগ-২৯ এর পাইলট যিনি দুই দুইবার ১৬ডিসেম্বর বিজয় দিবসে আকাশ পথে ফ্লাইং করে শ্রেষ্ঠ পাইলটের সন্মাননা পেয়েছেন।
গত রবিবার উইন কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির চাকুরীতে প্রমোশন পেয়ে বর্তমানে গুরুপ ক্যাপ্টেনের ব্যাজ পরিধান করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস অফিসার হিসাবে সুনাম অর্জন করেছেন।
কর্নেল ওয়ালিদ আহমেদ শিশিরের জন্য তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন। কর্নেল ওয়ালিদ আহমেদ শিশির আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দায়িত্ব পালন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবেন বলেও জানান।
(3)