জুলফিকার আলী, কলারোয়াঃ কলারোয়ায় অনাবাদি ও পতিত জমি আবাদের আওতায় অনার লক্ষ্যে উদ্বুদ্ধকরণে এক কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য রহিমা বেগম কাজল, কলারোয়া উপজেলার কৃষক প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার হাতকে শক্তিশালী করার জন্য সকলেই বাড়ির পাশের পতিত জায়গায় একটি হলেও গাছ লাগান। চাষাবাদ শুরু করেন। কয়লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক কৃষক কৃষাণীরা উক্ত কৃষি সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
(0)