কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু প্রতিপাদ্যেকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে ঢাক ঢোল বাজিয়ে এক মনোজ্ঞ শোভাযাত্রা বের হয়।
কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ ইউনুচ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ রোকনুজ্জামান, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন-উর-রশিদ, জেলা ও উপজেলা শিক্ষক নেতা আমানুল্লাহ আমান, কলারোয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শিক্ষক দীপক শেঠ, সামসুর রহমান লাল্টু, কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এসএক আসাদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
শিক্ষক দিবসে প্রধান অতিথির বক্তব্যে-এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন-শিক্ষার পাশাপাশি শিক্ষকরাও জাতীর মেরুদন্ড, শেখ হাসিনার সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের মানোন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি। বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের অনৈতিক কাজে জড়িত হতে দেখা যাচ্ছে সেটা মোটেও কাম্য নয়। অনুষ্ঠান সঞ্চাচনায় ছিলেন কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান।
(0)