কলারোয়ায় প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৪কৃষক নাজেহাল। ঘটনাটি ঘটেছে,উপজেলার সুলতানপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৯জুন১৬ তারিখে কলারোয়া থানা পুলিশ ওই গ্রাম থেকে ফেনসিডিলসহ পুটি ফকিরের ছেলে হোসেন আলী (৪৫)কে আটক করে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করে।
এই ঘটনা নিয়ে কিছু প্রতারক চক্র বিষয়টি ভিন্নখাতে নিতে ওই গ্রামের নিরহ কৃষক আঃ রউফ, আরশাদ গাজী, আরশাদ খাঁ ও লিয়াকাত খাঁর নাম জড়িয়ে একটি পত্রকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে।
প্রকৃত পক্ষে হোসেন আলী ও মিল্টন কিছু ফেনসিডিল ছিনতাই করে সুলতানপুর গ্রামের আয়জুল এর বাড়ীর বাগানের মধ্যে লুকিয়ে রাখে। সেখান থেকে থানা পুলিশ উদ্ধার করে।
এসময় কৃষক আব্দুর রউফ রাস্তায় দাড়িয়ে বিষয়টি দেখছিলেন। কিন্তু পূর্বশত্র“তার জের ধরে কয়েজন প্রতারক চক্র ওই চার কৃষককে জব্দ করার জন্য সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে।
-জুলফিকার আলী, কলারোয়া, সাতক্ষীরা
(3)