কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। কলারোয়া উপজেলা আ.লীগের উদ্যোগে বুধবার দুপুরের দিকে পৌরসভার হলরুমে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়।
এসময় এক আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা আ.লীগের যুগ্মা সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ.লীগনেতা পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, নারী প্যানেল মেয়র ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মণ, কাউন্সিলর জি.এম শফিউল আলম শফি, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আকিমুদ্দী আকি, আলফাজ উদ্দীন, দীতি খাতুন, এসএম সোহরাওয়ার্দী হোসেন, পৌর সচিব তুষার কান্তিদাশ, সমাজসেবক শেখ শহিদুল ইসলাম, সন্তোষ কুমার পাল, শিলা রাণী হালদার প্রমুখ।
(0)