কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় কীটনাশক পান করে দুই সন্তানের এক নারী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে- বুধবার (২৬অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে।
নিহত সাজেদা খাতুন (৩২) উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের কৃষক ইয়াছিন সরদারের স্ত্রী। নিহতের আবিদুর রহমান (১৪) ও জেসমিন (৭) বছরের দুই সন্তান রয়েছে। এলাকাবাসী বলছে-পারিবারিক কলহের জেরধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এতে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে আতœহত্যা করে।
থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বিষপানে আত্মহত্যার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। তিনি আরও জানান, বিষয়ে কলারোয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
(0)