কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩মাদকসেবীকে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনাকালে উপজেলার কলাগাছি মোড় থেকে মঙ্গলবার বেলা ৫টার সময় সাতক্ষীরা সদরের গোবিন্দকাটি গ্রামের আনছার আলী গাজীর ছেলে কবিরুল গাজী (৩২), পৌর সদরের ঝিকরা গ্রামের নিহার অধীকারীর ছেলে বাদল অধিকারী (২৩), রামকৃষ্ণপুর গ্রামের অমল্য রায় এর ছেলে দিপক রায়(৩২)কে আটক করেন।
এসময় ওই স্থানে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেকে ৩হাজার করে মোট-৯হাজার টাকার জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই শেখ আসাদুজ্জামান পিপিএম,উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী এমএ মান্নান ও সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।
-জুলফিকার আলী, কলারোয়া, সাতক্ষীরা
(0)