কলারোয়া প্রতিনিধিঃ দৈনিক পত্রদূত’র খোরদো প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম.আইউব হোসেনের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কলারোয়ায় সাংবাদিক মহলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মোড় সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার সকল সাংবাদিক সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধন কমর্সূচি চলাকালে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক ও শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আইউব হোসেন, মুজাহিদুল ইসলাম মুজাহিদ, এমএ সাজেদ, মোসতাক হোসেন, জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন, ফারুক রাজ, ফারুক হোসেন, সেলিম খান, আঃ আজিজ, সুজাউদ্দিনসহ অন্যন্যে সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক আইউব হোসেনের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এর আগে উপজেলার খোরদো বাজারে অনুরূপ মানববন্ধন পালন করা হয়।
(0)