মঙ্গলবার ভোরে উপজেলার মুরারীকাটি গ্রামের মাঠের মধ্যে থেকে শাড়ি গুলো জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কোন চোরাকারবারী আটক হয়নি। জব্দকৃত শাড়ির মূল্য ৫৮ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিছেন বিজিবি।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, কলারোয়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানে ভারতীয় শাড়ি আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কলারোয়া উপজেলার মুরারীকাটি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে একটি মাঠের মধ্য থেকে ৩৭ গাইড শাড়ি জব্দ করেন বিজিবি।
তবে, শাড়ির গাইড ফেলে চোরাকারবারীরা এ সময় পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হননি। পরে ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে শাড়ির গাইড গুলো আনা হয়।
সেখানে গাইড খুলে তার মধ্যে থেকে ১ হাজার ৬’শ ৭০ পিচ শাড়ি জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত শাড়ির বাজার মূল্য ৫৮ লাখ ৪৫ হাজার টাকা বলে জানা গেছে।
-জুলফিকার আলী, কলারোয়া, সাতক্ষীরা
(1)