কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ার আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে আলিয়া মাদ্রাসার হলরুমে আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন- মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওলানা আহম্মদ আলী, শাহনাজ পারভীন, শিরিন সুলতানা, তাহেরা খাতুন, মোঃ নজরুল ইসলাম, মাওঃ তৌহিদুর রহমান ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শিক্ষক মোঃ রাসেল হোসেন, আঃ রহিম, আবু জাফর, মোঃ রেজাউল ইসলাম, আঃ রহিম, মোঃ আরশাদ আলী, আঃ বারী সহ সকল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ।
আলিম ১ম বর্ষের ছাত্র হুসাইন মোহাম্মদ, পরীক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ রমজান আলী ও রুকাইয়া পারভীন। পরীক্ষার্থীদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যাক্ষের হাতে মাদ্রাসার জন্য সাউন্ডবক্স (কলমবক্স) তুলে দেয়া হয়।
পরীক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ বজলুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান।
(1)