কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষণার দ্বিতীয় দিন সোমবার (২১ডিসেম্বর) বিকাল পর্যন্ত মেয়র প্রার্থী হিসাবে ২জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন-জেলা পরিষদ সদস্য আলহাজ¦ শেখ আমজাদ হোসেন, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন-আলহাজ¦ শেখ আমজাদের পক্ষে আলহাজ¦ শেখ মারুফ হোসেন, শেখ তোফাজ্জেল হোসেন মানিক, শেখ ইকবাল হোসেন, শেখ মাহমুদ হোসেন, বিপ্লব, আজাদ, রহমান, জাহাঙ্গীর কবির বাবলু, রুবেল মল্লিক, লিয়াকত আলী, আলী হোসেন, কামরুল মাস্টার, শেখ মিঠু, টিটু, লিটন ও হাফিজুল ইসলাম।
এছাড়া মেয়র পদে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল নিজেই উপস্থিত থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এর আগে প্রথম দিন মেয়র পদে মনোনয়ন পত্র সংগহ করেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক, শ্রমিকনেতা ও সমাজসেবক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। তিনি তার ভাই কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এবিষয়ে সোমবার বিকালে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান-নির্বাচনী তফসিল ঘোষণার দ্বিতীয় দিন সোমবার পর্যন্ত ৩জন মেয়র প্রার্থী ও সংরক্ষিত-৩,কাউন্সিলর পদে-৩০জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। উল্লেখ্য-আগামী ৩০জানুয়ারী কলারোয়া পৌরসভার সাধারণ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
(15)