আড়ৎদাররা বলছেন, বাজারে যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে তার ৯০ শতাংশই ভারত থেকে আমদানি করা। কারণ বৃষ্টি আর বন্যার কারণে দেশি ফসল নষ্ট হয়েছে। যার ফলাফল বাজারে সরবরাহ কম, তাই চড়া দাম।
অন্যদিকে বাজারে সবচেয়ে কম দামি সবজি এখন পেপে আর মুলা। যার কেজিপ্রতি দামও ৩০ টাকার বেশি। এ ছাড়া সব ধরনের সবজির কেজিপ্রতি অনেক বেশি। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ কম হওয়ায় দামটা বাড়তি।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে সবজির দাম খুব একটা কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা।
(0)