‘বাজিগর’ দিয়ে এই জার্নি শুরু। এর পর ‘ডিডিএলজে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। সে সময় নাকি আমির খান কাজলের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সে পরিকল্পনা ভেস্তে দেন শাহরুখ। আমিরকে তিনি জানিয়েছিলেন, ‘‘কাজল অত্যন্ত বাজে। কোনও ফোকাস নেই। তুমি ওর সঙ্গে কাজ করতে পারবে না।’’ কিন্তু শুটিং সেরে ফিরে আমিরকে শাহরুখ জানিয়েছিলেন, ‘‘আমি জানি না ওর মধ্যে কী আছে। কিন্তু অনস্ক্রিন ও ম্যাজিক জানে।’’ এখনও সেটে নাকি কাজল এত কথা বলেন যে তাঁকে বকুনি দিয়ে থামিয়ে দেন শাহরুখ! তাঁর মেয়ে সুহানাও কাজলের মতো অভিনেত্রী হতে চায়। সব মিলিয়ে কেরিয়ারে দীর্ঘদিনের বন্ধু কাজলকে এখনও অনস্ক্রিন খুব মিস করেন শাহরুখ।
(0)