সাতক্ষীরা জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর (পিপিএম, বার) এর আয়োজনে ও তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজার সহযোগীতায় তালায় জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতা-১৫ এর আয়োজন করা হয়। তালা উপজেলার সকল ওয়ার্ড পর্যায়ে এই প্রতিযোগীতার মাধ্যমে সেরা খেলোয়াড় বাছাই করা হচ্ছে। উপজেলার মধ্যে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর পৃষ্টপোষকতায় উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে প্রথম অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হলো। বুধবারের বাছাই পর্বের ফাইনাল খেলা খলিলনগর ওয়ার্ড ও গঙ্গারামপুর ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলায় গঙ্গারামপুর একাদশ বিজয়ী হয়। বিজয়ী একাদশের মাসুম বিল্লাহ সেরা কাবাডি খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে প্রধান অতিথি মাসুম বিল্লাহকে বিশেষ পুরুস্কৃত করেন। এসময় তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, এসআই নাজমুল ইসলামপ্রমুখ বক্তৃতা করেন। খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করে। এদিকে, কাবাডি খেলা শেষে সহকারী পুলিশ সুপার ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে কমিউনিটি পুলিশিং কমিটির আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগদান করেন। এসময় তালা থানার ওসি, ইউপি চেয়ারম্যানসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
//বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(1)