বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ডুমুরিয়ার আলোঘর (লাইট হাউজ) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদে সমমনা সংগঠনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কারিতাস ডুমুরিয়ার এডুকেশন সুপারভাইজার মি. রিচার্ড বিশ্বাস, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা ভাইচ চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, আরো বক্তব্যদেন কারিতাসের এডুকেশন সুপারভাইজার মি. স্টিফেন সরকার, অধ্যপক পঞ্চানন মন্ডল, এ্যাডভোকেট অশোক কুমার বৈরাগী প্রমুখ। সভায় অতিথিবৃন্দ আলোঘর (লাইট হাউজ) প্রকল্পের শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষা কেন্দ্রগুলোর কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে সহায়তা করার জন্য আহবান জানান।
-আঃ লফিত মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)